মেঘ রাগ – ত্রিতাল (দ্রুতগতি)

ঘেরিয়া গগন মেঘ আসে।
বিহ্বল ধরণি,
দশ দিশি কাঁপে তরাসে॥
বিদ্যুৎ ঝলকে
ঝামর অলকে
ঝমঝম ঝাঁঝর
বাজে ঘন আকাশে॥
শিখী নাচে হরষে
বারিধারা বরষে,
চাতক চাতকী
পাগল পিয়াসে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম