ভৈরবী-আশাবরি – আদ্ধা কাওয়ালি

আজি বাদল ঝরে মোর একেলা ঘরে
হায় কী মনে পড়ে মন এমন করে॥
হায় এমন দিনে কে নীড়হারা পাখি
যাও কাঁদিয়া কোথায় কোন, সাথিরে ডাকি।
তোর ভেঙেছে পাখা কোন্‌ কুল ঝড়ে॥
আয় ঝড়ের পাখি আয়এ একা বুকে,
আয় দিব রে আশয় মোর গহন-দুখে,
আয় রচিব কুলায় আজ নূতন করে॥
এই ঝড়ের রাতি নাই সাথের সাথি,
মেঘ-মেদুর-গগন বায় নিবেছে বাতি,
মোরএ ভীরু প্রণয় হায় কাঁপিয়া মরে॥
এই বাদল-ঝড়ে হায় পথিক-কবি
ওই পথের পরে আর কতকাল রবি,
ফুল দলিবি কত হায় অভিমান-ভরে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম