দেশ-পিলু – দাদরা

আঁধার রাতে কে গো একেলা
নয়ন-সলিলে ভাসালে ভেলা।
কাঁদিয়া কারে খোঁজো ওপারে
আজও যে তোমার প্রভাতবেলা॥
কী দুখে আজি যোগিনী সাজি
আপনারে লয়ে এ হেলাফেলা॥
সোনার কাঁকন ও দুটি করে
হেরো গো জড়ায়ে মিনতি করে।
খুলিয়া ধুলায় ফেলো না গো তায়
সাধিছে নূপুর চরণ ধরে।
হেরো গো তীরে কাঁদিয়া ফিরে
আজি ও রূপের রঙের মেলা॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম