সিন্ধু-কাফি – কারফা

কুসুম-সুকুমার শ্যামল-তনু
হে বন-দেবতা, লহো প্রণাম।
বিটপী লতায় চিকন পাতায়
ছিটাও হাসি কিশোর শ্যাম॥
ঘনায় মায়া তোমার কায়া
কাজল-কালো ছায়া-শীতল,
পরিমল-সুরভিত কুন্তল
ময়ূর কুরঙ্গে হয়ে খেলো সঙ্গে,
চরণ-ভঙ্গে ফোটে শাখে ফুলদল।
কুহরে কোকিল পাগল গো
নয়নাভিরাম হে চির-সুন্দর,
রচিলে ধরায় অমর ধাম॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম