বাউল

ওহে রাখাল-রাজ!
কী সাজে সাজালে আমায় আজ।
আমার  ঘরের ভূষণ কেড়ে নিয়ে
দিলে চির-পথিক সাজ॥
তোমার  পায়ের নূপুর আমায় দিয়ে
ঘুরাও পথে ঘাটে নিয়ে,
বেড়াই বাউল একতারা বাজিয়ে হে,
তোমার  ভুবন-নাটে নেচে বেড়াই
ভুলে শরম ভরম লাজ॥
তোমার  নিত্য-খেলার নৃত্য-সাথি
আনন্দেরই গোঠে হে,
জীবন-মরণ আমার সহজ –
চরণতলে লোটে হে!
আমার  হাতে দিলে সর্বনাশী
ঘর-ভুলানো তোমার বাঁশি,
কাজ ভুলাতে যখন তখন আসি হে,
আমার  আপন ভবন কেড়ে – দিলে
ছেড়ে বিশ্বভুবন-মাঝ॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম