খাম্বাজ-পিলু – কারফা

ওই পথে চেয়ে থাকি
আর কত বনমালি!
করে কানাকানি লোকে,
দেয় ঘরে-পরে গালি॥
মোর কুলের বাঁধন খুলে
হায় ভাসালে অকূলে
শেষে লুকালে গোকুলে
এ কী রীতি চতুরালি॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম