যখন আমি সৃষ্টি করি আপন রবি আপন তারা
আমার প্রাণের আগুন হতে বৃষ্টি করি উল্কা ধারা
               যখন আমার বক্ষতটে
               পুলক-ভূমিকম্প ঘটে
দীর্ঘশ্বাসের ঝড় ডেকে যায় আঁখির অথির সাগর ধারা
তখন ওগো স্রষ্টা তোমার দুঃখসুখের পাই কিনারা |

তখন তোমার সঙ্গ লভি, বিশ্ব হিয়ার হে একাকী
তোমার চরণপাতের সাথে চরণপাতে ছন্দ রাখি |
               তোমার হাতে হাতটি ভরে
               তখন চলি কালের পরে
শিশুর মতো খেলার সুখে থামতে থাকি চলতে থাকি |
সৃষ্টি আমার ছায়ার মতো পিছনে রয় ধূলায় ঢাকি ||

Annada Shankar Ray ।। অন্নদাশঙ্কর রায়