শুধু অমৃতের তরে হয়েছিল সমুদ্রমন্থন
অমৃত উঠেছে আর সেই সঙ্গে উঠেছে গরল |
আজ তার স্মৃতি নিয়ে কোরো না অলস রোমন্থন
যা হবার তা হয়েছে --- সকলি সবার কর্মফল |

চেয়ো না পিছন ফিরে, ফিরে তাকাতেও আয়ু যায়
কাল কী করতে হবে আজ তারি ধ্যানের বাসর |
ধ্যানে যাক দিনমান, ধ্যানে যেন যামিনী পোহায়
কাল থেকে শুরু হোক পুনরায় সাধনা দুশ্চর |
শুধু রাজনীতি নিয়ে কোনো দেশ হয়নি মহান
শুধু অর্থনীতি নয় মানবিক মহত্ত্বের সেতু |
চাই নীতি, চাই প্রীতি, চাই জ্ঞান, সত্যের সন্ধান
চাই সৃষ্টি, চাই রস, সৌন্দর্যের আনন্দের হেতু |
           ভেবো না জনতা শুধু অন্ন আর বসনভিখারী
           পরিপূর্ণতার দাবী, মেটাবার ভার নাও তারই |

Annada Shankar Ray ।। অন্নদাশঙ্কর রায়