আধুনিকতার বার্তা বয়ে নিয়ে আসে যবে পশ্চিমা বাতাস
দেখা দেয় ভারতের তিন সিন্ধু উপকূলে তিনটি নগর
মাদ্রাজ বোম্বাই আর কলকাতা প্রতীচীর নব কন্ঠস্বর
তিনটিতে মিশে আছে দূর আতলান্তিকের নিঃশ্বাস প্রশ্বাস |

কলকাতা আরো বড়ো | এখানেই সাগরের জোয়ারের সাথে
গঙ্গা মিলিয়েছে তার হিমাচল শিখরের চিরন্তনী বাণী |
গঙ্গা আর সাগরের মিলে যাওয়া ধ্বনি হেথা করে কানাকানি
দুই যুগ দুই দেশ সভ্যতার বিনিময় করে দুই হাতে |

তুমি অভিজাত নও, হে নগর, অর্বাচীন অভিনবজাত |
কাশী কাঞ্চী প্রয়াগের কী প্রাচীন কী বনেদী বংশপরিচয় !
দিল্লী আগ্রা মথুরার কী সমৃদ্ধ পুরাকীর্তিচয় !
উজ্জয়িনী কী মহান ! ইতিহাসে তুমি নও তেমনি বিখ্যাত |

তুমি নও অতীতের তুমি নও কুলীনের উত্তরাধিকারী
তুমি কুলপ্রবর্তক আধুনিক সংস্কৃতির তুমিই অগ্রণী
রেনেসাঁসে তুমি শীর্ষে, সংস্কারে ও বিপ্লবেও তুমি শিরোমণি
সাম্য আর স্বাধীনতা দুই ধ্বজা দুই ভূজে তুমি ধ্বজাধারী |

হিংসাতেও তুমি সেরা | গ্রেট ক্যালকাটা কিলিং তোমারি কলঙ্ক
তারই ক্রিয়া প্রতিক্রিয়া দেশভাগ লোকভাগ মানুষ বিপন্ন |
তোমারি রাক্ষসী ক্ষুধা গ্রাম থেকে টেনে আনে নিরন্নের অন্ন
তোমার সর্বাঙ্গে মাখা গঙ্গামৃত্তিকার সাথে দুর্নীতির পঙ্ক |

সাহেবরা চলে গেছে, সাহেবিয়ানা তো আরো বেড়ে গেছে বেশী
মাতঙ্গীর পূজা করে মণ্ডপে মণ্ডপে আজ অ্যান্টনী ফিরিঙ্গী
টুইস্ট নাচন নাচে বিসর্জনে ঘুরে ঘুরে নন্দী আর ভৃঙ্গী
ওদিকে বাজায় খোল হরিবোল হরিবোল মার্কিন বিদেশী |

বাবুস্থানে বাবুধানী বাঙালীজাতির তুমি মহাতীর্থ মক্কা
এখনো তোমার প্রিয় যাত্রা আর সঙ আর পাঁচালী ও টপ্পা |
গঙ্গা ভ্যালী সভ্যতার তুমিই মোহেঞ্জোদারো, তুমিই হরপ্পা
তুমি যদি লুপ্ত হও সাথে সাথে আমরাও পাব জানি অক্কা
.            হাঁকি তাই, ফরক্কা ! ফরক্কা !
.            বিশ্ব ব্যাঙ্ক, করো এসে রক্ষা |

Annada Shankar Ray ।। অন্নদাশঙ্কর রায়